কড়া পাহারায় মোকাম থেকে চাল সরবরাহ শুরু
- আপডেট সময় : ০৫:২২:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০২৪
- / ১৭২৫ বার পড়া হয়েছে
চলমান সংকটে দেশের অন্যতম বৃহত্তম চালের মোকাম কুষ্টিয়া থেকে চাল সরবরাহ ব্যাহত হচ্ছিল এক সপ্তাহ ধরে। তবে স্থানীয় প্রশাসনের সহায়তায় কড়া পাহারায় ঢাকাসহ দেশের বিভিন্ন বাজারে চাল সরবরাহ শুরু হওয়ায় সংকটে কেটে যাবে দ্রুত–এমনটাই প্রত্যাশা চাল ব্যবসায়িদের।
এমনিতেই কুষ্টিয়ায় চালের বাজার অস্থির। গত দুই তিন সপ্তাহ ধরে সব রকম চালের দাম কেজিতে বেড়েছে ৪-৫ টাকা। তার ওপর আবার শিক্ষার্থীদের কোটা আন্দোলনে স্থবির সারা দেশ। সাধারণ মানুষের জীবন যাত্রা ব্যহতের পাশাপাশি থমকে যায় দেশের অন্যতম বৃহত্তম চালের মোকাম কুষ্টিয়া খাজানগরের উৎপাদন ও চাল সরবরাহ কার্যক্রম।এমন পরিস্থিতিতে আশার আলো দেখছেন জেলার চালকল মালিকসহ সংশ্লিষ্টরা। স্থানীয় প্রশাসনের সহযোগিতায় পুলিশ বিজিবি’র কড়া পাহারায় মঙ্গলবার চাল সরবরাহ স্বাভাবিক হতে শুরু করেছে। স্থানীয় প্রশাসন বলছে বাজার স্থিতিশীল রাখতেই এমন পদক্ষেপ নেয়া হয়েছে। দেশের চলমান পরিস্থিতিতে চালের বাজার নিয়ন্ত্রণ রাখতে আবারও দেশের বিভিন্ন বাজারে চাল সরবরাহ শুরু হয়েছে।













