কক্সবাজারে আলী আহমদ নামে এক হেডম্যানকে কুপিয়ে হত্যা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:১৩:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৬ জানুয়ারী ২০২২
- / ১৬১০ বার পড়া হয়েছে
কক্সবাজারের রামু উপজেলায় আলী আহমদ নামে এক হেডম্যানকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
গেল রাতে উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকা ব্যাঙডোবা গ্রামে এ ঘটনা ঘটে। তিনি দীর্ঘদিন ধরে রামুর প্রত্যন্ত অঞ্চলে বনরক্ষায় সোচ্চার ভূমিকা পালন করে আসছিলেন। বন ধ্বংসকারীদের হাতে আলী আহমদ হত্যার শিকার হয়েছেন বলে জানান স্থানীয়রা। তিনি ওই এলাকার মৌজাপ্রধান ছিলেন। স্থানীয় গ্রামবাসী এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। রামু থানার পুলিশ পরিদর্শক অরূপ কুমার চৌধুরী বলেন, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। শরীরে অসংখ্য কোপের আঘাত পাওয়া গেছে। ঘটনা উদঘাটন ও আসামিদের ধরতে অভিযান চলছে।
























