ওয়াশিংটনে ক্যাপিটল হিলে দাঙ্গার নতুন ভিডিও প্রকাশ

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:১৫:১৮ অপরাহ্ন, সোমবার, ১৮ জানুয়ারী ২০২১
- / ১৫৯৮ বার পড়া হয়েছে
ওয়াশিংটনে ক্যাপিটল হিলে দাঙ্গার নতুন ভিডিও প্রকাশ করেছে মার্কিন গণমাধ্যম দ্য নিউ ইয়র্কার।
প্রায় ১২ মিনিটের ভিডিওতে দেখা যায়, কংগ্রেস ভবনের চেম্বারে আইন প্রণেতাদের টেবিলে থাকা কাগজপত্র পরীক্ষা করছে ট্রাম্প সমর্থকরা। গুরুত্বপূর্ণ নথিপত্রের ছবিও তুলতে দেখা গেছে। ওই সহিংসতার পর গণমাধ্যমে খবর বেরোয়, কংগ্রেস ভবনে ঢুকে বিরোধী আইনপ্রণেতাদের হত্যার পরিকল্পনাও ছিল দাঙ্গাকারীদের। গেল ৬ই জানুয়ারি আইনপ্রণেতারা নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের বিজয়কে চূড়ান্ত অনুমোদন দিতে বৈটকে বসে। তখনই ক্যাপিটল হিলে ট্রাম্প সমর্থকদের তাণ্ডবে দুই পুলিশসহ প্রাণ হারায় ৫ জন। মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে রচিত হয় এক কলঙ্কজনক অধ্যায়।