ওমিক্রন সংক্রমণ রোধে সরকারকে আগামী ৭ দিনের মধ্যে বিধিনিষেধ আরোপের সুপারিশ

এস. এ টিভি
- আপডেট সময় : ১০:০০:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জানুয়ারী ২০২২
- / ১৫৫৯ বার পড়া হয়েছে
করোনার নতুন ভ্যারিয়েন্ট- ওমিক্রন সংক্রমণ রোধে সরকারকে আগামী ৭ দিনের মধ্যে বিধিনিষেধ আরোপের সুপারিশ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। একইসঙ্গে পরিস্থিতি খারাপ হলে প্রয়োজনে লকডাউনের চিন্তাও করা হচ্ছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
দুপুরে সচিবালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের একথা জানান তিনি। বলেন, সোমবার মন্ত্রিপরিষদ বিভাগের সভায় ১৫ দিনের মধ্যে নতুন বিধিনিষেধ কার্যকর করার কথা থাকলেও এটিকে বেশী সময় উল্লেখ করে এর মধ্যে সংক্রমণ আরও ব্যাপকভাবে ছড়িয়ে পড়তে পারে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রীকেও এ ব্যাপারে অনুরোধ করা হয়েছে জানিয়ে জাহিদ মালেক বলেন, নির্দেশনা পাওয়া মাত্রই বিধিনিষেধ দ্রুত বাস্তবায়ন করা হবে।