ঐতিহাসিক যাত্রামোহন সেনগুপ্তের বাড়ির উপর হাইকোর্টের স্থিতাবস্থা জারি

- আপডেট সময় : ০৮:০৭:৩৬ অপরাহ্ন, বুধবার, ৬ জানুয়ারী ২০২১
- / ১৫৭১ বার পড়া হয়েছে
চট্টগ্রাম নগরীর রহমতগঞ্জ এলাকায় ব্রিটিশবিরোধী আন্দোলনের স্মৃতি বিজড়িত যাত্রামোহন সেনগুপ্তের বাড়ির দখল ও অবস্থানের উপর স্থিতাবস্থা জারি করেছে হাইকোর্ট। ফলে শিশুবাগ স্কুল হিসেবে পরিচিত ওই বাড়ি যে অবস্থায় আছে, ঠিক সে অবস্থাতেই থাকবে।
জনস্বার্থে করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মোহাম্মদ খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ বুধবার এ আদেশ দেয়। একই সঙ্গে ঐতিহাসিক বাড়িটি প্রত্নতাত্ত্বিক স্থাপনা হিসেবে সংরক্ষণ করার ব্যর্থতাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং ওই স্থাপনাকে প্রত্নতাত্ত্বিক স্থাপনা হিসেবে রক্ষণাবেক্ষণের জন্য কেন নির্দেশনা দেওয়া হবে না- তা জানতে চাওয়া হয়েছে রুলে। সংস্কৃতি সচিব, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক, চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনারসহ ছয়জনকে রুলের জবাব দিতে বলা হয়েছে। আগামী ৮ ফেব্রুয়ারি মামলার পরবর্তী তারিখ রাখা হয়েছে।