এমসি কলেজ কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তার বিষয়ে দুপুরে হাইকোর্টের আদেশ

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৩৯:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৬২ বার পড়া হয়েছে
সিলেটের এমসি কলেজে গৃহবধূকে গণধর্ষণের ঘটনায় কলেজ কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তার বিষয়ে ব্যবস্থা নেয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টের নজরে আনা হয়েছে, দুপুর দুইটায় আদেশ।
একই সাথে দুপুরের মধ্যে ঘটনার পরবর্তী পদক্ষেপের সবশেষ তথ্য জানাতে রাষ্ট্রপক্ষের আইনজীবীকে নির্দেশ দেয়া হয়েছে। মঙ্গলবার বিচারপতি মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মহিউদ্দিন শামীমের হাইকোর্টে বেঞ্চে সুপ্রিমকোর্টের একজন আইনজীবী গণমাধ্যমের সংবাদ নজরে আনেন। এ সময় হাইকোর্ট বেঞ্চ ঘটনাটিকে স্পর্শকাতর উল্লেখ করে শুনানি করে আদেশ দেয়ার জন্য দুপুর দুইটা সময় নির্ধারণ করেছেন।