এতো সহিংসতা ও মৃত্যু খুবই দুঃখজনক: হাইকোর্ট

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:২৭:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুলাই ২০২৪
- / ১৭৬৪ বার পড়া হয়েছে
শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন কেন্দ্র করে এতো সহিংসতা ও মৃত্যু খুবই দুঃখজনক বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। এক শুনানিতে হাইকোর্ট বলেন, দেশে কেউ সাংবিধানিক দায়িত্ব পালন করছে না। এমন কিছু করা উচিত না, যাতে জাতির ক্ষতি হয়। মানুষ ও রাষ্ট্রীয় সম্পদ সবই গুরুত্বপূর্ণ। অবিলম্বে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ককে ডিবি হেফাজত থেকে মুক্তির ব্যাপারে হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের দুই আইনজীবী। রিটের শুনানির সময় রাষ্ট্রপক্ষের বক্তব্য শুনে আদালত এ মন্তব্য করেন। এর আগে গতকাল কোটা সংস্কার আন্দোলনের ছয় সমন্বয়ককে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে খাবার খাইয়ে সেই ছবি প্রকাশ করাকে জাতির সঙ্গে মশকরা বলে মন্তব্য করেন হাইকোর্ট। রাষ্ট্রপক্ষকে উদ্দেশ করে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের হাইকোর্ট বেঞ্চ এ কথা বলেন।