একুশের প্রথম প্রহরে ভাষাশহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

- আপডেট সময় : ০১:৪৯:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৪২ বার পড়া হয়েছে
আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষাশহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর বাঁধভাঙা জোয়ারে ভাষাশহীদদের প্রতি একে একে শ্রদ্ধা জানাতে থাকে বিভিন্ন সংগঠন। ভাষার দাবিতে যারা রাজপথে প্রাণ দিয়েছিলেন সেই বীর-সন্তানদের শ্রদ্ধায় স্মরণ করে জাতি
এ মিনার শোকার্ত শ্রদ্ধার, এ মিনার ভালবাসার আর অর্জনের। এ মিনার বাংলা ভাষাভাষী প্রতিটি মানুষের গৌরবের।জাতির বীর সন্তানদের আত্মত্যাগের বিনিময়ে মুক্তি পেয়েছিল দুঃখিনী বর্ণমালা আর মায়ের ভাষা বাংলা। বাঙালির সে অর্জনকে বিশ্ব দিয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মর্যাদা । বীর সে সব সেনানীদের শ্রদ্ধা আর কৃতজ্ঞতায় স্মরণ করলো বাংলাদেশ। কৃতজ্ঞতার অর্ঘ অর্পন করলো বিনম্র শ্রদ্ধায়। আর তাই একুশের প্রথম প্রহরে মুখর হয়ে উঠেছিল স্মৃতির মিনার।
কেন্দ্রীয় শহীদ মিনারে রাত বারোটা এক মিনিটে শহীদদের শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও বিনম্র শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শ্রদ্ধা নিবেদনের পর কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে থেকে শহীদদের স্মরণ করেন তারা। তারপর কেন্দ্রীয় নেতাদের নিয়ে আবারো ফুলেল শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। ভাষার অধিকারে আপোষহীন সে সব সন্তানদের শ্রদ্ধা জানান স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী। শ্রদ্ধার মিছিলে যোগ দেন সংসদের বিরোধী দলীয় নেতা ও বিদেশী কূটনৈতিকেরা। আরো শ্রদ্ধা জানান তিনি বাহিনীর প্রধানসহ , রাষ্ট্রীয় নানা সংস্থার কর্তাব্যাক্তিরা। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে বেদীমূলে ভীড় করেন সব শ্রেণি পেশার মানুষ। রঙ বেরং এর ফুলে সেজে ওঠে কেন্দ্রীয় শহীদ মিনার।