একদিনে সারাদেশে করোনায় আরো ৩৬ জনের মৃত্যু

এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:২৮:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৩২ বার পড়া হয়েছে
সারাদেশে গেল ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪ হাজার ৫৫২ জনে।
বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে আরো জানানো হয় করোনাভাইরাস শনাক্তে গেল ২৪ ঘণ্টায় সারাদেশে ৯৪টি পরীক্ষাগারে ১৫ হাজার ১৪২টি নমুনা সংগ্রহ এবং ১৪ হাজার ৯৭৩টি নমুনা পরীক্ষা হয়েছে। এতে শনাক্ত হয়েছেন আরও এক হাজার ৮৯২ জন নতুন রোগী। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা এখন ৩ লাখ ২৯ হাজার ২৫১ জন। আর মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১৬ লাখ ৫৯ হাজার ৬৯৭টি। এছাড়া গেল ২৪ ঘণ্টায় নতুন ৩ হাজার ২৩৬ জনসহ এ পর্যন্ত মোট দুই লাখ ২৭ হাজার ৮০৯ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।