উত্তেজনা কমিয়ে আনতে ভারত-পাকিস্তানকে সরাসরি আলোচনায় বসার আহ্বান
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৩১:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ মার্চ ২০২২
- / ১৫৮৭ বার পড়া হয়েছে
নিজেদের মধ্যকার উত্তেজনা কমিয়ে আনতে ভারত-পাকিস্তানকে সরাসরি আলোচনায় বসার আহ্বান জানিয়েছে চীন ও যুক্তরাষ্ট্র।
সম্প্রতি পাকিস্তানে ক্ষেপণাস্ত্র দুর্ঘটনা নিয়ে প্রশ্ন করা হলে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, উদ্বেগের বিষয়গুলো নিয়ে সরাসরি আলোচনা করতে পরমাণু শক্তিধর দুই প্রতিবেশীকে সমর্থন জানিয়ে আসছে যুক্তরাষ্ট্র। এদিকে, ক্ষেপণাস্ত্র দুর্ঘটনা নিয়ে যৌথ তদন্তে পাকিস্তানের দাবিকে সমর্থন দেয়ার কথা জানিয়েছেন চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান। তিনি বলেন, যত দ্রুত সম্ভব সংলাপে বসে ঘটনা নিয়ে তদন্ত করতে সংশ্লিষ্টদের আহ্বান জানানো হয়েছে। পাকিস্তানে ভারতের ‘দুর্ঘটনাবশত’ ক্ষেপণাস্ত্র হামলা নিয়ে যৌথ তদন্ত চেয়েছে ইসলামাবাদ।























