উত্তর কোরিয়া সাগরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে ধারণা করা হচ্ছে

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:০৬:৫৯ অপরাহ্ন, বুধবার, ৫ জানুয়ারী ২০২২
- / ১৬১৩ বার পড়া হয়েছে
উত্তর কোরিয়া, সাগরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে ধারণা করা হচ্ছে। আজ এ পরীক্ষা চালানো হয়। চলতি বছরে এই প্রথম এমন কোনো পদক্ষেপ নিল উত্তর কোরিয়া।
উত্তর কোরিয়ার নেতা কিম জং–উন ১০ বছর ধরে ক্ষমতায় রয়েছেন। ক্ষমতায় আসার পর থেকেই সামরিক প্রযুক্তি উন্নয়নে কাজ করছেন তিনি। তবে এমন পদক্ষেপের কারণে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মুখে পড়তে হয়েছে দেশটিকে। করোনা মহামারির কারণে উত্তর কোরিয়ার অর্থনীতি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। খাদ্য মজুত করতেও দেশটিকে হিমশিম খেতে হচ্ছে। জাতিসংঘের পক্ষ থেকে গত অক্টোবরে বলা হয়েছে, দুর্ভিক্ষের ঝুঁকিতে রয়েছে দেশটি। কিন্তু এরপরও গত বছর বেশ কিছু অস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া।