ইস্টবেঙ্গল রেজিমেন্টকে চতুর্থ প্রজন্মের ট্যাংকসহ আধুনিক অস্ত্রে সজ্জিত করা হয়েছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৫০:০৫ অপরাহ্ন, রবিবার, ১৬ জুন ২০২৪
- / ১৭১৮ বার পড়া হয়েছে
ইস্টবেঙ্গল রেজিমেন্টকে সর্বাধুনিক প্রযুক্তি সম্পন্ন শক্তিশালী রেজিমেন্ট হিসেবে গড়ে তুলতে চতুর্থ প্রজন্মের ট্যাংকসহ আধুনিক অস্ত্রে সজ্জিত করা হয়েছে বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।
দুপুরে চট্টগ্রাম সেনানিবাসে কর্ণেল অব দি রেজিমেন্ট ও কর্ণেল কমান্ড্যান্টের বিদায় কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি একথা বলেন। এর আগে সেনাপ্রধান দরবারে অংশগ্রহণ করেন। তিনি আরো বলেন, কোর অব আর্টিলারির অত্যাধুনিক বিমানবিধ্বংসী সমরাস্ত্র যুক্ত করা হয়েছে। অনুষ্ঠানে সেনাসদরের উর্ধ্বতন কর্মকর্তা, ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, রেজিমেন্ট অব আর্টিলারি এবং মিলিটারি পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তাসহ ২৪ পদাতিক ডিভিশনের উর্ধ্বতন সামরিক কর্মকর্তা, জেসিও ও অন্যান্য পদবির সেনাসদস্যরা উপস্থিত ছিলেন।




















