ইসরায়েলে ধরা পড়ল ‘ফ্লোরোনা’ রোগ

- আপডেট সময় : ০১:১২:০১ অপরাহ্ন, রবিবার, ২ জানুয়ারী ২০২২
- / ১৫৬২ বার পড়া হয়েছে
ইসরায়েলে ধরা পড়ল ‘ফ্লোরোনা’ রোগ। করোনা ও ইনফ্লুয়েঞ্জার জোড়া আক্রমণের ফলে শরীরে বাসা বাঁধছে এ নতুন রোগ।
জানা গেছে, চলতি সপ্তাহে এক গর্ভবতী নারী সন্তান প্রসবের জন্য রাবিন মেডিকেল সেন্টার নামের ইসরায়েলি হাসপাতালে ভর্তি হন। নিয়মমাফিক করোনা পরীক্ষা করা হলে, তাঁর রিপোর্ট পজিটিভ আসে। পরে জানা যায়, ওই নারী ইনফ্লুয়েঞ্জাতেও আক্রান্ত হয়েছেন। দুই সংক্রমণের নাম মিলিয়েই এ নতুন রোগের নাম রাখা হয়েছে ‘ফ্লোরোনা’। ইসরায়েলে প্রথম ফ্লোরোনা রোগীর খোঁজ মেলার পর উদ্বেগ তৈরি হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ফ্লোরোনায় আক্রান্ত ওই নারীর ওপর কড়া নজর রাখা হচ্ছে, বিভিন্ন শারীরিক পরীক্ষাও করা হচ্ছে। স্বাস্থ্যমন্ত্রণালয়ের কর্মকর্তাদের একাংশের দাবি—হয়তো এর আগেও অনেকে ফ্লোরোনায় আক্রান্ত হয়েছেন, কিন্তু সে সংক্রমণ গুরুতর আকার ধারণ না করায় ধরা পড়েনি। নতুন সংক্রমণ কতটা ভয়ংকর হতে পারে, সে সম্পর্কে কোনও ধারণা না থাকায় সাধারণ মানুষকে সতর্ক থাকতে অনুরোধ করা হয়েছে।