ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত ক্রমশ যুদ্ধে রূপ নিচ্ছে

- আপডেট সময় : ০৮:১৬:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মে ২০২১
- / ১৫৭৪ বার পড়া হয়েছে
ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত ক্রমশ যুদ্ধে রূপ নিচ্ছে। বুধবার রাতভর দু’পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত ছিলো। সহিংসতায় এ পর্যন্ত ১৬ শিশুসহ ৬৭ ফিলিস্তিনি এবং ৭ ইসরায়েলি নিহত হয়েছে।
গাজায় গত কয়েক দিন ইসরায়েলের টানা রকেট হামলায় ধসে পড়েছে অনেক বহুতল ভবন। ধ্বংসস্তুপে চাপা পড়া মানুষের আর্তনাদ আর স্বজনের আহাজারিতে ভারি গাজার বাতাস। গাজায় হামলার প্রতিবাদে ইসরায়েলেও পাল্টা রকেট হামলা চালিয়ে যাচ্ছে হামাসসহ ফিলিস্তিনের বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী। কারফিউ জারি করেও ইসরায়েলের বিভিন্ন আরব ও ইহুদি অধ্যুষিত এলাকায় সহিংসতা থামানো যায়নি। দাঙ্গা থামাতে আটক করা হয়েছে ৩৭৪ জনকে। পশ্চিম তীরেও ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর সঙ্গে ফিলিস্তিনিদের ব্যাপক সংঘর্ষ হচ্ছে। সহিংসতার জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে দায়ী করেছে ফিলিস্তিনীরা। এদিকে এক সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ফোন করেছেন তিনি। খুব শিগগিরই এই সংঘাতের অবসান হবে বলে আশা করেন তিনি।