ইসরায়েল এবং ফিলিস্তিনের হামাসের যুদ্ধবিরতির মধ্য দিয়ে এগার দিনের সহিংসতার অবসান হলো

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:১২:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২১ মে ২০২১
- / ১৫৫০ বার পড়া হয়েছে
শুক্রবার থেকে কার্যকর হওয়া ইসরায়েল এবং ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের যুদ্ধবিরতির মধ্য দিয়ে এগার দিনের সহিংসতার অবসান হলো। যাতে অন্তত ২৪০ জন মারা গেছে এবং এদের বেশির ভাগই মারা গেছে গাযায়।
তবে ধ্বংসযজ্ঞ ও প্রাণহানি হিসাব করলে ফিলিস্তিনিদের ক্ষয়ক্ষতি কয়েকগুণ বেশি হলেও পশ্চিমা মদদপুষ্ট পরাক্রমশালী ইসরায়েলি বাহিনীকে যুদ্ধবিরতিতে বাধ্য করা হামাসের জন্য বিজয়ের সামিল বলে মনে করছেন বিশ্লেষকরা। যুদ্ধবিরতি শুরুর পর পরই ফিলিস্তিনিরা গাযার রাস্তায় নেমে আসে এবং ‘আল্লাহ মহান’ ‘আল্লাহকে ধন্যবাদ’ এসব শ্লোগান দিতে থাকে। ইসরায়েল ও হামাস – দু পক্ষই এবারের সংঘাতে তাদের জয় দাবি করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, এই যুদ্ধবিরতি উন্নতির জন্য সত্যিকার সুযোগ এনে দিয়েছে। উভয় পক্ষের মধ্যে গত দশই মে লড়াই শুরু হয়েছিলো।