ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে মামলা দক্ষিণ আফ্রিকার
- আপডেট সময় : ০১:৫৬:০৯ অপরাহ্ন, শনিবার, ৩০ ডিসেম্বর ২০২৩
- / ২০৯৯ বার পড়া হয়েছে
ফিলিস্তিনের গাজায় ‘গণহত্যার অপরাধে’ ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে মামলা করেছে দক্ষিণ আফ্রিকা। গাজায় প্রায় তিন মাস ধরে অব্যাহত ধ্বংসযজ্ঞ ও বোমা হামলায় ২১ হাজার ৫০০ জনের বেশি মানুষ নিহত হওয়ার পর এমন অভিযোগে মামলা করল দেশটি।
তবে জাতিসংঘের আদালতে মামলা প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। দেশটিকে ফিলিস্তিনিদের ওপর সম্মিলিত শাস্তির অপরাধে অভিযুক্ত করা হয়েছে।
শুক্রবার ওই আদালতে করা মামলার আবেদনে গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডকে ‘গণহত্যামূলক’ উল্লেখ করেছে দক্ষিণ আফ্রিকা। ফিলিস্তিনিদের হত্যাসহ শারীরিক ও মানসিক নির্যাতন এবং মানুষের জীবন বিপর্যস্ত করে তোলা হয়েছে বলেও মামলার আবেদনে বলা হয়।
এদিকে..ইসরায়েলি বাহিনীর গত ২৪ ঘণ্টার হামলায় গাজায় নিহত হয়েছেন আরও ১৮৭ ফিলিস্তিনি। ফলে নিহতের সংখ্যা পৌঁছেছে ২১ হাজার ৫০৭
জনে। ভোরে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

























