এবার সিনাই উপদ্বীপ নিয়ে তুঙ্গে ইসরায়েল-মিসর উত্তেজনা
																
								
							
                                - আপডেট সময় : ০১:১১:২৮ অপরাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০২৩
 - / ২৪৮৮ বার পড়া হয়েছে
 
এবার সিনাই উপদ্বীপ নিয়ে তুঙ্গে ইসরায়েল-মিসর উত্তেজনা। গাজায় অভিযান চলাকালে ফিলিস্তিনের ২৩ লাখ বেসামরিককে মিসরের ঐ ভূখণ্ডে সরিয়ে নিতে যুদ্ধকালীন পরিকল্পনা করেছে নেতানিয়াহু প্রশাসন। গাজাকে জনশূন্য করতেই এই কূটকৌশল বলে মনে করা হচ্ছে, যা নিয়ে চরম ক্ষুব্ধ কায়রো।
দেশটির কর্তৃপক্ষ বলছে, গাজার লাখো বাসিন্দাকে মিসরের ওপর চাপানোর অপচেষ্টা চালাচ্ছে তেলআবিব। সিনাই’কে রক্ষার জন্য প্রাণ দিতে প্রস্তুত বলেও কঠোর বার্তা দিয়েছে কায়রো প্রশাসন। গাজায় সংঘাতের তিন সপ্তাহ ধরে হামাসকে নির্মূলের নামে অবরুদ্ধ অঞ্চলটিতে হাজার হাজার বেসামরিককে হত্যা আর ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরায়েলি সেনারা।
যুদ্ধ পরিস্থিতির মাঝেই তেলআবিবের এই অপকৌশল নিয়ে নতুন করে মিসরের সাথে যুদ্ধের উস্কানি ছড়ালো। ইসরায়েলি গণমাধ্যমে প্রকাশিত এক প্রস্তাবে বলা হয়েছে, প্রাথমিকভাবে গাজাবাসীকে সিনাইয়ের উত্তরাঞ্চলে সরিয়ে নেবে তেলআবিব। পরবর্তীতে তাদের কোনো এক স্থায়ী শহরে নেয়া হবে। এই প্রস্তাবের মধ্য দিয়ে সিনাই নিয়ে কায়রোর সাথে বহু বছরের পুরনো বিরোধকে ফের নাড়া দিলো তেলআবিব।
																			
																		















