ইরাকে সহিংসতা বন্ধ না হলে পদত্যাগের হুমকি প্রধানমন্ত্রীর
- আপডেট সময় : ০৯:৪৫:০২ অপরাহ্ন, বুধবার, ৩১ অগাস্ট ২০২২
- / ১৬১৮ বার পড়া হয়েছে
জটিল হয়ে উঠেছে ইরাকের রাজনৈতিক পরিস্থিতি। চলমান সহিংসতা বন্ধ না হলে পদত্যাগের হুমকি দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী মুস্তাফা আল খাদিমি। এদিকে, গ্রিনজোনে নিজ অনুসারীদের হামলা এবং নিরাপত্তা বাহিনীর সাথে সহিংসতার ঘটনায় ক্ষমা চেয়েছেন দেশটির প্রভাবশালী শিয়া নেতা মুক্তাদা আল সাদর। এ অবস্থায় রাজনৈতিক সংকট কাটাতে আগাম নির্বাচনের প্রস্তাব দিয়েছেন ইরাকি প্রেসিডেন্ট।
সহিংসতার তিনদিন পার হতে চললেও, এখনও স্বাভাবিক হয়নি বাগদাদের পরিস্থিতি। গ্রিন জোন থেকে সাদরের সশস্ত্র অনুসারীরা সরে গেলেও রাজধানীর উপকণ্ঠের বিভিন্ন এলাকায় এখনও চলছে বিচ্ছিন্ন গোলাগুলি। থমথমে পরিস্থিতি ইরাকের প্রতিটি বড় শহরে। আতঙ্ক ছড়িয়েছে সাধারণ ইরাকিদের মাঝে। এ পরিস্থিতিতে, পার্লামেন্টে অবস্থান কর্মসূচি, প্রেসিডেন্ট প্যালেসে তাণ্ডব আর নিরাপত্তা বাহিনীর ওপর হামলার ঘটনায় নিজ দলের অনুসারীদের প্রতি ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন স্বয়ং মুক্তাদা আল সাদর। এদিকে, চলমান সহিংসতা, গোলাগুলি, ভাংচুর আর প্রাণহানির ঘটনায় পদত্যাগের হুঁশিয়ারি দিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী মুস্তাফা আল খাদিমি। অন্যদিকে আগাম নির্বাচনের প্রস্তাব প্রেসিডেন্টের। এ পরিস্থিতিতে, আরও জটিল হয়ে উঠেছে রাজনৈতিক পরিস্থিতি।

















