ইরাকে আইএসের হামলায় নিহত ৫, আহত ৬ জন
 
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০৮:২৫:০৭ অপরাহ্ন, সোমবার, ৬ ডিসেম্বর ২০২১
- / ১৬২১ বার পড়া হয়েছে
ইরাকে আইএসের হামলায় পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ছয়জন। নিহতদের মধ্যে কুর্দি বাহিনীর ৪ সদস্য রয়েছে।
কুর্দি বাহিনীর পক্ষ থেকে হতাহতের ঘটনা নিশ্চিত করা হলেও কতজন মারা গেছে তা জানানো হয়নি। আইএস প্রায়ই কুর্দি পেশমার্গাসহ ইরাকি নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে হামলা চালায়। ২০১৭ সালে যুদ্ধক্ষেত্রে আইএস পরাজিত হওয়ার পর থেকে এ হামলার সংখ্যা বেড়ে যায়। জঙ্গি মোকাবিলায় দেশটির নিরাপত্তা বাহিনীর সাথে বর্তমানে কাজ করছে আড়াই হাজার মার্কিন সেনা ।

 
																			 
																		
























