ইউরোপে বিদ্যুৎ গতিতে ছড়াচ্ছে করোনার ওমিক্রন ধরন

- আপডেট সময় : ০১:৪৩:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৯ ডিসেম্বর ২০২১
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
ইউরোপে বিদ্যুৎ গতিতে ছড়াচ্ছে করোনার ওমিক্রন হুঁশিয়ারী দিয়েছে ফ্রান্সের প্রধানমন্ত্রী। এদিকে, ওমিক্রন ধরনের ঢেউ রুখতে সর্বাত্মক লকডাউন ঘোষণা করেছে নেদারল্যান্ডস।
সংক্রমণের ঊর্ধ্বমুখী হার নিয়ে ইউরোপ এবং আমেরিকাতেও উদ্বেগ তৈরি হয়েছে। ফরাসি কর্তৃপক্ষ ফ্রান্সে নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে। স্থগিত করা হয়েছে বড়দিনের সব গণজমায়েত। স্কুল, বার, রেস্টুরেন্ট, জরুরি নয় এমন দোকানপাট- সব বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। শনিবার দেশটির প্রধানমন্ত্রী মার্ক রুট এ নির্দেশনা জারি করেছেন। রোববার থেকে জানুয়ারি মাসের ১৫ তারিখ পর্যন্ত লকডাউন কার্যকর থাকবে। গত ২৪ নভেম্বরে দক্ষিণ আফ্রিকায় প্রথমবার নতুন এই ধরনটি শনাক্ত হয়। এর পর থেকে মাত্র তিন সপ্তাহের কিছু বেশি সময়ে বিশ্বের ৮৯টি দেশে করোনার নতুন ধরনটি ছড়িয়ে পড়ার খবর জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আয়ারল্যান্ডে পাল্লা দিয়ে বাড়ছে করোনার নতুন ধরন ওমিক্রন আক্রান্তের সংখ্যা। বাদ যাচ্ছে না শিশুরাও। তাই শিশুদের নিরাপত্তায় ৫ থেকে ১১ বছরের সবাইকে করোনার ভ্যাকসিন দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির সরকার। এ ঘোষণায় অভিভাবকদের মাঝে ফিরেছে স্বস্তি।তাই শিশুদের নিরাপত্তায় ৫ থেকে ১১ বছরের সবাইকে করোনার ভ্যাকসিন দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির সরকার।