ইউরোপে জিএসপি প্লাস সুবিধা পেতে আর কোনো বাঁধা নেই

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:১৬:১২ অপরাহ্ন, শনিবার, ২ অক্টোবর ২০২১
- / ১৫৮৮ বার পড়া হয়েছে
পোশাক রপ্তানিতে ইউরোপের বাজারে জিএসপি প্লাস সুবিধা পেতে আর কোনো বাঁধা নেই বলে জানিয়েছেন বিজিএমইএ। দুপুরে রাজধানীর হোটেল ওয়েস্টিনে সংবাদ সম্মেলনে এ কথা জানান সংগঠনের সভাপতি ফারুক হাসান।
পোশাক শিল্পের প্রসার এবং উন্নয়নে বিজিএমইএ এর চেষ্টা অব্যাহত আছে জানিয়ে তিনি বলেন, বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানির প্রধান বাজার ইউরোপ। স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের মাধ্যমে বাজারটিতে শুল্কমুক্ত সুবিধায় পরিবর্তন আসবে। বর্তমান সুবিধা ২০২৯ পর্যন্ত চালু থাকবে। তবে, এটা আরও ১২ বছর বহাল রাখার জন্য সরকার এবং বিজিএমইএ একসাথে কাজ করছে বলেও জানান তিনি।