ইউক্রেনের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ ঘোষণার জল্পনা উড়িয়ে দিয়েছে রাশিয়া

- আপডেট সময় : ০২:১০:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মে ২০২২
- / ১৫৭২ বার পড়া হয়েছে
ইউক্রেনের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ ঘোষণার জল্পনা উড়িয়ে দিয়েছে রাশিয়া। রুশ বাহিনী মারিউপোলের আজভস্টাল ইস্পাত কারখানায় সর্বাত্মক আক্রমণ শুরু করেছে বলে জানিয়েছেন ইউক্রেনীয় কর্মকর্তারা। দক্ষিণাঞ্চলীয় মারিউপোল শহরের এ অংশটি এখনও ইউক্রেনীয় সেনাদের নিয়ন্ত্রণে রয়েছে। এদিকে, জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদাসহ ৬৩ নাগরিকের রাশিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।
আজভ রেজিমেন্টের কমান্ডার ডেনিস প্রোকোপেনকো বলেছেন, ইস্পাত কারখানার ভেতরে থাকা ইউক্রেনীয় বাহিনী দ্বিতীয় দিনের মতো ‘কঠিন রক্তক্ষয়ী যুদ্ধ’ করছে। ৯ মে রাশিয়ার বিজয় দিবসে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের বিরুদ্ধে আনুষ্ঠানিক যুদ্ধের ঘোষণা দেবেন বলে জল্পনা করছিল পশ্চিমা দেশগুলো। দেশটির বিরুদ্ধে গণহত্যা চালানোরও অভিযোগ উঠেছে। তারপরও এটিকে যুদ্ধ বলতে রাজি নয় রাশিয়া।
এদিকে, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের কারণে রাশিয়ার ওপর জাপানের পক্ষ থেকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপ করায় এই পাল্টা নিষেধাজ্ঞা জারি করল ক্রেমলিন।