ইউক্রেনের জাপোরিজ্জিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে যাচ্ছে জাতিসংঘের একটি দল

- আপডেট সময় : ০৮:১৭:২৫ অপরাহ্ন, সোমবার, ২৯ অগাস্ট ২০২২
- / ১৬১৪ বার পড়া হয়েছে
ইউক্রেনে অবস্থিত ইউরোপের সবচেয়ে বড় জাপোরিজ্জিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে যাচ্ছে জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থার একটি পরিদর্শক দল।
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার – আইএইএ, মহাপরিচালক রাফায়েল গ্রোসি টুইট বার্তায় বলেন, এই সপ্তাহে দলটি জাপোরিজ্জয়ায় যাবে। তিনি আরো বলেন, ইউক্রেন ও ইউরোপের বৃহত্তম পারমাণবিক কেন্দ্রটির নিরাপত্তা নিশ্চিত করতে হবে।গত মার্চ থেকে কেন্দ্রটি দখলে রেখেছে রুশ বাহিনী। পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নিয়ন্ত্রণ কেন্দ্র করে আশপাশে ইউক্রেন ও রুশ যোদ্ধাদের প্রায় লড়াইয়ের খবর পাওয়া যাচ্ছে। কয়েকদিন আগে প্রথমবার কেন্দ্রটির সঙ্গে জাতীয় বিদ্যুৎ গ্রিডের সংযোগ বিচ্ছিন্নে রাশিয়াকে দায়ী করে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, পারমাণবিক কেন্দ্রে বিকিরণের বিপর্যয় থেকে মাত্র এক ধাপ দূরে ছিল বিশ্ব। তবে বিকল্প ব্যবস্থা থাকায় প্ল্যান্ট সচল রাখা হয় বলেও জানান তিনি।