ইউক্রেনের জন্য নতুন সহায়তা প্যাকেজ অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের সিনেট
- আপডেট সময় : ০৯:১১:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২০ মে ২০২২
- / ১৬২৭ বার পড়া হয়েছে
ইউক্রেনের জন্য একটি নতুন চার হাজার কোটি মার্কিন ডলারের সহায়তা প্যাকেজ অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের সিনেট। খবর আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের।
চূড়ান্ত বাস্তবায়নে অপেক্ষা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের স্বাক্ষরের। রাশিয়ার চলমান আগ্রাসন মোকাবিলায় সহায়তা প্যাকেজটি আগামী পাঁচ মাসে ইউক্রেনকে সাহায্য করার উদ্দেশ্যে পাঠানো হবে। এ প্যাকেজের মধ্যে রয়েছে সামরিক সরঞ্জাম, প্রশিক্ষণ এবং অস্ত্রের জন্য অর্থ। সেইসঙ্গে ১ ০০ কোটি ডলার মানবিক সহায়তা, যার মধ্যে রয়েছে তিন মাসের সংঘাতের কারণে বিশ্বব্যাপী খাদ্য ঘাটতি মোকাবিলায় সহায়তা করার অর্থ। এ সহায়তা ইউক্রেনে আগে পাঠানো যুক্তরাষ্ট্রের সরঞ্জামের মজুদ পুনরায় পূরণ করবে এবং কিয়েভ সরকারকে সহায়তা করছে—এমন অন্যান্য দেশকে সাহায্য করার জন্য অর্থায়ন করবে। এদিকে, সুইডেন ও ফিনল্যান্ডের ন্যাটোর সদস্যপদের জন্য আবেদনের সিদ্ধান্তকে পূর্ণ সমর্থন জানিয়েছে যুক্তরাষ্ট্র।



















