ইউক্রেনের একটি বনে আরও কয়েকশ কবর শনাক্ত

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৩৩:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২
- / ১৬১৯ বার পড়া হয়েছে
ইউক্রেনের ইজিয়ম শহরের বাইরে একটি বনে আরও কয়েকশ কবর শনাক্ত করেছে ইউক্রেন বাহিনী ।
গতকাল থেকে তারা কিছু কবর খনন শুরু করে। ধারণা করা হচ্ছে কেউ কেউ গোলাগুলির কারণে এবং কেউ কেউ স্বাস্থ্যসেবার অভাবে মারা যেতে পারে। ইউক্রেন ন্যাশনাল পুলিশ প্রধান জানিয়েছেন, অধিকাংশ মৃতদেহই বেসামরিক নাগরিকদের। যদিও প্রথমে ধরে নেয়া হয় মৃতদেহগুলো সেনাদের। তবে এখনও পর্যন্ত কোনো সেনার মৃতদেহ পাওয়া যায়নি। এর আগে ইজিয়মের একটি গণকবর থেকে চার শতাধিক মৃতদেহ উদ্ধার করা হয়। জাতিসংঘ জানিয়েছে, বিষয়টি তদন্তে তারা পর্যবেক্ষক দল পাঠাবে।যারা মারা গেছেন, তারা বেসামরিক বা সামরিক কর্মী কিনা এবং মৃত্যুর কারণ কী তা খুঁজে বের করার চেষ্টা করা হবে।