ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি রুশ সেনাদের

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৫৭:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৭ মার্চ ২০২২
- / ১৫৯৫ বার পড়া হয়েছে
‘ইউক্রেনের বাক’ নামে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি করেছে রুশ সেনারা। পাশাপাশি, ইউক্রেনের দ্বিতীয় প্রধান শহর খারকিভের একটি পারমাণবিক গবেষণা চুল্লিতে রুশ সেনাবাহিনী হামলা করেছে।
ইউক্রেনের পশ্চিমাঞ্চলের লিভিভ শহরের উপকণ্ঠে বেশ কয়েকটি শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে। একটি তেলের গুদামে হামলার পর পাঁচজন আহত হয়েছেন। রাশিয়া হামলার নতুন লক্ষ্যস্থল ইউক্রেনের পূর্বাঞ্চল বলে জানালেও পশ্চিমাঞ্চলে হামলার ঘটনা ঘটল। অন্য শহরগুলোর তুলনায় লিভিভে কম বোমা হামলা হওয়ার কারণে অনেকে এ শহরটিতে আশ্রয় নিয়েছিল। লিভিভের মেয়র আন্দ্রিয়ে সাদোভি বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের পোল্যান্ড সফরকে কেন্দ্র করে হামলার জন্য লিভিভকে বেছে নেওয়া হয়েছে। মেয়র আরও বলেন, রকেট হামলার মধ্যে দিয়ে হামলাকারীরা পোল্যান্ড সফররত বাইডেনকে হ্যালো বলতে চেয়েছেন।