ইউক্রেন ইস্যুতে জাতিসংঘের সাধারণ পরিষদে আনা প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে বাংলাদেশ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৩৭:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ মার্চ ২০২২
- / ১৫৮৩ বার পড়া হয়েছে
ইউক্রেনে রাশিয়ার হামলার জেরে সৃষ্ট মানবিক সংকট নিরসনে দ্রুত ব্যবস্থা নেয়া প্রশ্নে জাতিসংঘের সাধারণ পরিষদে আনা প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে বাংলাদেশ। প্রস্তাবটি ১৪০ ভোটে পাস হয়েছে ।
বৃহস্পতিবার নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে পরিষদের জরুরি অধিবেশন এ ভোটাভুটি হয়। তবে, ভোটদানে বিরত ছিল ৩৮ দেশ। আর প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে পাঁচ দেশ। এর আগে গত ২ মার্চ ইউক্রেনে হামলা বন্ধের একটি প্রস্তাব পাস করে জাতিসংঘের সাধারণ পরিষদ। তবে সে সময় ভোটদানে বিরত ছিল বাংলাদেশ। ইউক্রেনের প্রস্তাবে সহিংসতা বন্ধ করতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে আহ্বান জানানো হয়েছে। এদিকে, ইউরোপ সফরের দ্বিতীয় ধাপে ইউক্রেন সীমান্তের কাছে, পোল্যান্ড শহর সফর করছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।