আসরে প্রথম জয়ের দেখা পেলো কিংস ইলেভেন পাঞ্জাব
- আপডেট সময় : ০৭:৪৮:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৮২ বার পড়া হয়েছে
আসরে প্রথম জয়ের দেখা পেলো কিংস ইলেভেন পাঞ্জাব। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে ৯৭ রানে হারিয়েছে লোকেশ রাহুলের দল। পাঞ্জাবের দেয়া ২০৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ১০৯ রানে অলআউট হয় ব্যাঙ্গালুরু।
টস হেরে ব্যাট করতে নেমে পাঞ্জাবের শুরুটা হয় উড়ন্ত। রাহুল-আগারওয়ালের উদ্বোধনী জুটিতে আসে ৫৭ রান। ২৬ করা আগারওয়ালকে ফেরান চাহাল। নিকোলাস পুরান করেন ১৭। এরপর ম্যাক্সওয়েল ৫ রানে ফিরলেও অন্যপ্রান্তে ব্যাটিংয়ে ঝড় তোলেন লোকেশ রাহুল। তার অপরাজিত ১৩২ রানের ঝড়ে ৩ উইকেটে ২০৬ রানের সংগ্রহ পায় পাঞ্জাব। জবাবে, শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ব্যাঙ্গালুরু।মিডল অর্ডারে ব্যর্থ বিরাট কোহলি, এবি-ডি ভিলিয়ার্স। শেষ পর্যন্ত তিন ওভার বাকি থাকতে অলআউট হয় ব্যাঙ্গালুরু। রবি বিষ্ণুই আর মুরুগান অশ্বিন নিয়েছেন তিনটি করে উইকেট। ম্যাচসেরা হয়েছেন লোকেশ রাহুল।
















