আশুলিয়ায় তাজরিন ফ্যাশনে ভয়াবহ আগুন ট্র্যাজেডির ৮ বছর আজ

- আপডেট সময় : ০৪:৪৯:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২০
- / ১৫৬১ বার পড়া হয়েছে
আশুলিয়ায় তাজরিন ফ্যাশনে ভয়াবহ আগুন ট্র্যাজেডির ৮ বছর আজ। সেদিন আজকের দিনে ভয়াবহ আগুনের বিভীষিকায় প্রাণ হারান শতাধিক শ্রমিক। আহত হয়ে বেঁচে আছেন কয়েক শ’ জন। পুনর্বাসনের তাগিদের পাশাপাশি দোষীদের বিচারের দাবি সবার। দিনটিতে নিহতদের স্মরণে নানা কর্মসূচি পালিত হয়েছে।
তাজরীন ফ্যাশনস কারখানাটি ২০০৯ সালে চালু হয়। কারখানাটিতে প্রায় ১ হাজার ৬৩০ জন কাজ করতেন।
২০১২ সালের ২৪ নভেম্বর সন্ধ্যায় আশুলিয়ার নিশ্চিন্তপুরে তাজরিন ফ্যাশন পোষাক কারখানায় ভয়াবহ আগুন লাগে। ভয়াবহ ওই দুর্ঘটনায় পোশাক কারখানাটির ৯ তলা ভবনের ছয়তলা ভস্মীভূত হয়ে যায়।
সরাসরি আগুনে দগ্ধ হয়ে মারা যান ১০১ জন পোষাক শ্রমিক। আগুন থেকে রেহাই পেতে ভবনের ওপর থেকে লাফিয়ে পড়ে আরো ১০ জনসহ মারা যায় মোট ১১৭ জন। মৃত্যু হয়। দগ্ধ হয়ে ১১২ শ্রমিকের মৃত্যু হয়। আহত হন আরও ৩ শতাধিক।
কারখানার আগুনে পোড়া শরীর নিয়ে বেঁচে ফিরছেন অনেকেই। জীবিকার তাগিদে একেকজন একেক পেশায় জড়িয়ে জীবন জীবিকা নির্বাহ করছেন। অনেককেই চিকিৎসা আর সংসারের খরচ মেটাতে হিমশিম খেতে হচ্ছেবেশিরভাগই ধীরে ধীরে হয়ে পড়ছেন অক্ষম।
দগ্ধদের পর্যাপ্ত সেবা আর পুনর্বাসনের দাবিতে সরকারের সহযোগিতা চান শ্রমিক নেতারা।
দিনটিতে নিহতদের স্মরণে নানা কর্মসূচির আয়োজন করা হয়। সকাল থেকেই তাজরীন ফ্যাশনের সামনে ক্ষতিগ্রস্থ শ্রমিক এবং তাদের পরিবারের সদস্যদের সাথে নিয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল পালন করে শ্রমিক নেতারা। শ্রমিক সংগঠনগুলোর সাথে একাত্মতা ঘোষনা করে কর্মসূচীতে যোগ দিয়েছে ক্ষতিগ্রস্থ শ্রমিক এবং তাদের স্বজনেরা।
দীর্ঘ ৮ বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে কর্মকর্তা-কর্মচারীদের পদচারণা মুখর তাজরীন ফ্যাশন।