আলাদা সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৩৪:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৭৫ বার পড়া হয়েছে
আলাদা সড়ক দুর্ঘটনায় মাদারীপুর, দিনাজপুর ও গোপালগঞ্জে এক মুক্তিযোদ্ধাসহ ৪ জন নিহত হয়েছে
মাদারীপুর জেলার কালকিনিতে ট্রলিচাপায় মুন্সী রেজাউল করিম নামে এক মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন। পুলিশ জানায়, কালকিনির সানমুন্দি এলাকায় একটি ট্রলি মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই নিহত হন তিনি।
দিনাজপুরের চিরিরবন্দরে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে লিজা বেগম নামে এক গৃহবধূ নিহত হয়েছে। গেলরাতে উপজেলার বলাইবাজার আঞ্চলিক সড়কে এই ঘটনা ঘটে।
এদিকে, গোপালগঞ্জের মুকসুদপুরে পাথর বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে চালকসহ ২ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছেন আরো ১জন। ভোরে ঢাকা-বরিশাল মহাসড়কের চরপ্রসন্নদী ব্রীজের কাছে এ দুর্ঘটনা ঘটে।