আলাদা সড়ক দুর্ঘটনায় রাজবাড়ী ও শেরপুরে তিনজন নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৩৪:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অগাস্ট ২০২১
- / ১৬০৪ বার পড়া হয়েছে
আলাদা সড়ক দুর্ঘটনায় রাজবাড়ী ও শেরপুরে তিনজন নিহত হয়েছে।
রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালী উপজেলার বোয়ালিয়া এলাকায় মোটরসাইকেল চালক ও আরোহী নিহত হয়েছে। সকালে এ দুর্ঘটনা ঘটে। এতে, ঘটনাস্থলেই মারা যান সুজিত চৌধুরী ও বিমল রায়। নিহত দু’জনেই নীলফামারী জেলার বাসিন্দা। পুলিশ জানায়, সকালে কুষ্টিয়া থেকে রাজবাড়ীর দিকে আসার সময় বোয়ালিয়া এলাকায় ব্রিজের পিলারের সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনার শিকার হন তারা।
শেরপুরের নকলায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস চালকের সহযোগী মাজাহারুল ইসলাম নিহত হয়। এ ঘটনায় আহত হয়েছেন বাসচালক। সকালে নকলা উপজেলার ছত্রকোনা এলাকায় নকলা-নালিতাবাড়ী আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত মাজাহারুল ইসলাম ময়মনসিংহের ফুলপুর উপজেলার বাসিন্দা।




















