আলাদা সড়ক দুর্ঘটনায় ময়মনসিংহ, চুয়াডাঙ্গা ও মাদারীপুরে তিনজন নিহত

- আপডেট সময় : ০২:৩১:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী ২০২১
- / ১৫৫১ বার পড়া হয়েছে
আলাদা সড়ক দুর্ঘটনায় ময়মনসিংহ, চুয়াডাঙ্গা ও মাদারীপুরে তিনজন নিহত হয়েছে।
ময়মনসিংহের ভালুকায় মাইক্রোবাসের চাপায় নুরজাহান বেগম নামে এক নারী নিহত হয়েছে। রাতে পায়ে হেটে মহাসড়কের একপাশ থেকে অন্য পাশে যাচ্ছিলো ওই নারী। এসময় ময়মনসিংহগামী একটি মাইক্রোবাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
চুয়াডাঙ্গায় মোটরসাইকেল দূঘটর্নায় স্ত্রী উম্মে সালমা খাতুন নামে ১ জন নিহত হয়েছে। প্রতিদিনের ন্যায় বুধবার সন্ধ্যায় অফিস শেষে মোটরসাইকেলযোগে চুয়াডাঙ্গা ফিরছিলেন। পথিমধ্যে চুয়াডাঙ্গা নতুন জেলখানা নিকট পৌঁছালে গতিরোধ অতিক্রমের সময় মোটরসাইকেল থেকে তারা দু’জন ছিটকে পড়ে। এতে উম্মে সালমার মাথায় প্রচন্ড আঘাত লাগে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে সেখানে উম্মে সালমা মারা যান।
এদিকে, মাদারীপুরের শিবচরে বেপরোয়া ট্রাক ও মটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মটরসাইকেল আরোহী নিহত হয়েছে।