সড়ক দুর্ঘটনায় গোপালগঞ্জ সিরাজগঞ্জ চুয়াডাঙ্গা কুষ্টিয়া ও মাদারীপুরে ৫ জন নিহত

- আপডেট সময় : ০২:৩৭:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৬ জুলাই ২০২১
- / ১৫৬৩ বার পড়া হয়েছে
আলাদা সড়ক দুর্ঘটনায় গোপালগঞ্জ, সিরাজগঞ্জ, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া ও মাদারীপুরে ৫ জন নিহত হয়েছে।
গোপালগঞ্জের কোটালীপাড়ায় ট্রাক চাপায় নার্গিস সিকদার নামে এক নারী নিহত হয়েছে। দুপুরে গোপালগঞ্জ-কোটালীপাড়ার মাঝবাড়ীতে এ দুর্ঘটনা ঘটে।
সিরাজগঞ্জের বেলকুচির রাজাপুরে ট্রাক-ব্যাটারিচালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন।এসময় আহত হন নিহতের স্বামী। পুলিশ জানায়,একটি বালুবাহি ট্রাক ব্যাটারিচালিত অটোরিক্সাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই নিহত হন ওই নারী।
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ট্রাকের ধাক্কায় স্থানীয় এক যান চালক নিহত হন। সকালে আলমডাঙ্গা উপজেলার বন্ডবিল গেটের অদুরে এ দুর্ঘটনা ঘটে।
কুষ্টিয়ায় মাইক্রোবাসের ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছে। ভোরের দিকে কুষ্টিয়া ঝিনাইদহ মহাসড়কের কুমারগাড়ায় এ দুর্ঘটনা ঘটে। তিনি ওই এলাকারই বাসিন্দা ছিলেন।
মাদারীপুরের শিবচরে বাইপাস সড়কে চলন্ত মাহিন্দ্রা থেকে পরে চাকায় পিষ্ট হয়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। সকালে এ দূর্ঘটনা ঘটে।