আলাদা সড়ক দুর্ঘটনায় কক্সবাজার ও ১৩ জন নিহত

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৩৬:১৯ অপরাহ্ন, রবিবার, ১৫ অগাস্ট ২০২১
- / ১৫৪১ বার পড়া হয়েছে
আলাদা সড়ক দুর্ঘটনায় কক্সবাজার ও ১৩ জন নিহত হয়েছে।
কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে ডোবায় পড়ে ৭ জনের মৃত্যু হয়েছে। কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া পৌরসভার ভেন্ডিবাজার সংলগ্ন এটিএম পার্ক এলাকায় একটি বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা লেগে এই দুর্ঘটনাটি ঘটে। মালুমঘাট হাইওয়ে পুলিশের ওসি শাফায়েত হোসেন জানান, নিহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি।
এদিকে ময়মনসিংহের ত্রিশালে দাঁড়িয়ে থাকা ট্রাকে দ্রুতগামী বাসের ধাক্কায় গত রাতে ৬ জন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হন আরো ১৫ জন। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার বৈলর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ঢাকা থেকে ছেড়ে যাওয়া ইমাম পরিবহনের হালুয়াঘাটগামী বাস ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে বাসটি দুমড়ে মুচড়ে ঘটনাস্থলেই তিন যাত্রী নিহত হন। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে রাতেই আরো ৩ জনের মৃত্যু হয়।