আলাদা সড়ক দুর্ঘটনায় চারজন নিহত

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৪৬:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৭৫ বার পড়া হয়েছে
গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আলাদা সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছে। আহত হয়েছে বেশ কয়েকজন।
পুলিশ জানায়, সকাল সাড়ে ৯টার দিকে, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনাবাজার ও মাওনা এলাকায় রাস্তা পার হওয়ার সময় গাড়িচাপায় দুই পথচারী নিহত হয়। এদিকে, সকালে এই মহাসড়কের রাজেন্দ্রপুর এলাকায় কাভার্ড ভ্যানের সাথে এনা পরিবহনের গাড়ির সংঘর্ষে ঘটনাস্থলেই এনা পরিবহনের দুজনের মৃত্যু হয়। এসময় আহত হয় ময়মনসিংহ বিভাগীয় কমিশনার খোন্দকার মোস্তাফিজুর রহমানসহ বেশ কয়েকজন।