আলাদা ঘটনায় বরিশাল, দিনাজপুর ও গাজীপুর থেকে তিনটি মরদেহ উদ্ধার
- আপডেট সময় : ০৬:৪০:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২০
- / ১৫৯২ বার পড়া হয়েছে
আলাদা ঘটনায় বরিশাল, দিনাজপুর ও গাজীপুর থেকে তিনটি মরদেহ উদ্ধার করছে পুলিশ
ঢাকা থেকে বরিশালগামী একটি লঞ্চের ছাদ থেকে শামীম হাওলাদার নামে এক যুবকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়েছে। গেলো রাতে সুন্দরবন-১১ লঞ্চের ছাদে গার্মেন্টস কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অপরাধীদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।
দিনাজপুর বীরগঞ্জে সকালে শান্তনা বুশরার মরদেহ উদ্ধার করে পুলিশ। স্থানীয়রা মাঠে কাজ করার সময় মরিচা ইউনিয়নের আহম্মদনগর ঘুঘুডাঙ্গার আমবাগানে মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য দিনাজপুর এম.আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
গাজীপুরের কালিয়াকৈরে স্বামীর হাতে খুন হয়েছেন গার্মেন্টসকর্মী তানিয়া আক্তার। নিহতের বোন রেহেনা আক্তার বলেন, গেলো রাতে মাদকাসক্ত স্বামী ইব্রাহীমের সাথে ঝগড়া হয় তার। বিষয়টি পারিবারিকভাবে সমাধান করা হলেও মধ্যরাতে গলায় ওড়না পেঁচিয়ে হত্যার পর তানিয়াকে ফেলে পালিয়ে যায় স্বামী ইব্রাহীম।















