আরিফুল ইসলামকে ভ্রাম্যমান মোবাইল কোর্টের দেয়া সাজার সকল নথিপত্র তলব করেছে হাইকোর্ট

- আপডেট সময় : ০৭:৩৪:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২০
- / ১৫৯৫ বার পড়া হয়েছে
অনলাইন নিউজ পোর্টাল- বাংলা ট্রিবিউনের সাংবাদিক আরিফুল ইসলামকে ভ্রাম্যমান মোবাইল কোর্টের দেয়া সাজার সকল নথিপত্র তলব করেছে হাইকোর্ট। বিচারপতি মো. আশরাফুল কামাল ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের সমন্বয়ে গঠিত বেঞ্চে এ আদেশ দেন।
আগামী সোমবার, সম্ভব হলে আদালতে উপস্থিত হয়ে প্রকৃত ঘটনা জানাতে বলা হয়েছে সাংবাদিক আরিফুলকে। এছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয় দ্রুত পদক্ষেপ নেয়ায় প্রশংসা করেছে হাইকোর্ট। রাষ্ট্রের তিনটি অঙ্গের বাইরে গণমাধ্যম একটি গুরুত্বপূর্ণ অঙ্গ উল্লেখ করে, হাইকোর্ট মন্তব্য করেন, এটি ঠিকমত দায়িত্ব পালন করলে অন্য তিনটি বিভাগ ঠিকমত কাজ করবে। শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী দেবাশীষ ভট্টাচার্য জানান, সব আইনি প্রক্রিয়া মেনেই কুড়িগ্রামের সাংবাদিককে সাজা দেয়া হয়েছে। আর রিটে ফৌজদারী কার্যবিধি, ভ্রাম্যমান আদালত আইন, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের সুস্পষ্ট লঙ্ঘণের বিষয় তুলে ধরে রিটকারী আইনজীবী জানান, জনস্বার্থে করা রিটের মাধ্যমে আইনের সঠিক বাস্তবায়ন হবে– এমনটি আশা করেন তিনি।