আফগানিস্তানের তালেবান সরকারকে স্বীকৃতি দিতে বাধ্য হবে যুক্তরাষ্ট্র

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:১০:০৪ অপরাহ্ন, রবিবার, ৩ অক্টোবর ২০২১
- / ১৫৬৮ বার পড়া হয়েছে
আফগানিস্তানের তালেবান সরকারকে স্বীকৃতি দিতে বাধ্য হবে যুক্তরাষ্ট্র এমন মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি আরো বলেন, দেশটি বর্তমানে আফগানিস্তান নিয়ে চরম দোটানায় ও হতাশায় ভুগছে।
শনিবার তুরস্কের টিআরটি ওয়ার্ল্ড নিউজ চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি। তিনি আরও বলেছেন, যুক্তরাষ্ট্রের সিনেটে তালেবানকে নিয়ে যা হচ্ছে কিংবা দেশটির গণমাধ্যমে প্রকাশিত সংবাদ দেখে প্রশাসনের টালমাটাল অবস্থা বোঝা যাচ্ছে। পাক প্রধানমন্ত্রী বলেন, তালেবান হয়তো দীর্ঘমেয়াদে নিজের পায়ে দাঁড়াতে সক্ষম হবে কিন্তু আপাতত দেশটির বিদেশি সাহায্য প্রয়োজন। এই মুহূর্তে আফগানিস্তানের নয়া সরকারের হাতে সাহায্য না পৌঁছালে এটির পতন ঘটতে পারে এবং সেক্ষেত্রে দেশটিতে চরম বিশৃঙ্খলা ও মানবিক বিপর্যয় দেখা দেবে।