আফগানিস্তানের কাবুলে গাড়িবোমা বিস্ফোরণে ৯ জন নিহত
- আপডেট সময় : ০৮:৪৮:১১ অপরাহ্ন, রবিবার, ২০ ডিসেম্বর ২০২০
- / ১৬১১ বার পড়া হয়েছে
আফগানিস্তানের রাজধানী কাবুলে গাড়িবোমা বিস্ফোরণে নারী ও শিশুসহ ৯ জন নিহত হয়েছেন। আর আহত হয়েছেন ১৫ জন। এ হামলা থেকে দেশটির একজন সংসদ সদস্য প্রাণে বেঁচে গেছেন। এছাড়া রোববার লোগার, নানগারহার, হেলমান্দ ও বাদাখশান প্রদেশেও বোমা হামলার ঘটনা ঘটে।
আলাদা এসব বোমা হামলার ঘটনায় নিরাপত্তা বাহিনীর সদস্যসহ বহু বেসামরিক হতাহত হয়েছেন। তুর্কি সংবাদমাধ্যম দেশটির পুলিশের বরাত দিয়ে জানিয়েছে, সংসদ সদস্য খান মাহমুদকে হামলার লক্ষ্যবস্তু বানানো হয়। তবে তিনি প্রাণে বেঁচে গেলেও আহত হয়েছেন। তবে এ হামলার দায়িত্ব কেউ স্বীকার না করলেও সরকারের পক্ষ থেকে তালেবানদের দায়ী করা হচ্ছে। প্রায় ২০ বছর ধরে চলা যুদ্ধ শেষ করার উপায় খুঁজতে আফগানিস্তানের সরকার ও বিদ্রোহী গোষ্ঠী তালেবানের মধ্যে আলোচনা চলছে। কিন্তু শান্তি আলোচনা সত্ত্বেও সাম্প্রতিক সপ্তাহগুলোতে আফগানিস্তানে সহিংসতা বেড়ে গেছে, বিশেষ করে বোমা হামলার ঘটনা।




















