আফগানিস্তানের কান্দাহারের এক মসজিদে বোমা হামলা চালানো হয়েছে
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:২০:২৭ অপরাহ্ন, শনিবার, ১৬ অক্টোবর ২০২১
- / ১৬৪৪ বার পড়া হয়েছে
আফগানিস্তানের দক্ষিণাঞ্চলের শহর- কান্দাহারের এক মসজিদে বোমা হামলা চালানো হয়েছে। হামলায় নিহত মানুষের সংখ্যা বেড়ে ৪৭ হয়েছে। এ ছাড়া আরও ৭০ জন আহত হয়েছেন।
মসজিদে আত্মঘাতী হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট আইএস। বিবি ফাতিমা নামে কান্দাহার শহরে সবচেয়ে বড় শিয়া মসজিদে জুমার নামাজের সময় বিস্ফোরণ হয়। বিস্ফোরণে মসজিদের জানালার কাচ ভেঙে গেছে। এ সময় অনেককে মসজিদের মেঝেতে শুয়ে কাতরাতে দেখা যায়। অনেকেই তাঁদের সাহায্যে এগিয়ে আসেন। তালিবান মুখপাত্র বিলাল কারিমি বলেন, ইতোমধ্যে তদন্ত শুরু করা হয়েছে।


























