আফগানিস্তানে শুক্রবার জুমার নামাজের সময় একটি মসজিদে বোমা বিস্ফোরণে নিহত ৫৫ জন

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:২৯:০৫ অপরাহ্ন, শনিবার, ৯ অক্টোবর ২০২১
- / ১৫৮৯ বার পড়া হয়েছে
আফগানিস্তানে উত্তরাঞ্চলীয় কুন্দুজ প্রদেশে শুক্রবার জুমার নামাজের সময় একটি মসজিদে বোমা বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৫৫ জনে। আহত প্রায় একশ মুসল্লি।বার্তা সংস্থা বিবিসির প্রতিবেদনে এ তথ্য বলা হয়েছে।
হামলার দায় স্বীকার করেছে আইএস । বিবৃতিতে আইএস জানায়, হামলাকারী চীনের উইঘুর সম্প্রদায়ের।সংখ্যালঘু মুসলিমদের ওপর নির্যাতন নিপীড়ন সত্ত্বেও বেইজিংয়ের সাথে তালেবান সম্পর্ক রক্ষা করায় এই হামলা চালানো হয়েছে বলে জানায় আইএস। তালেবান ক্ষমতায় আসার পর, আফগানিস্তানে এটাই সবচেয়ে বড় সন্ত্রাসী হামলা। আফগান সংস্কৃতিবিষয়ক উপমন্ত্রী জাবিহুল্লাহ মুজাহিদ বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, মসজিদটি শিয়া মতাবলম্বীদের।