আফগান সরকার ও তালেবানের মধ্যে একটি চুক্তি হয়েছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:২১:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর ২০২০
- / ১৬০৮ বার পড়া হয়েছে
আফগান সরকার ও তালেবানের মধ্যে শান্তি প্রক্রিয়া এগিয়ে নিতে একটি লিখিত চুক্তি হয়েছে। আলোচনা অব্যাহত রাখতে দু’পক্ষই এটি মেনে চলার ঘোষণা দিয়েছে।
বুধবার এক যৌথ বিবৃতিতে আফগান সরকার ও তালেবান নেতৃত্ব জানায়, ভবিষ্যত আলোচনা ও যুদ্ধবিরতি নিয়ে কীভাবে আলোচনা হবে, প্রাথমিক চুক্তিতে তারই রূপরেখা তৈরি হয়েছে। গত ১৯ বছরের যুদ্ধের মধ্যে এটিই দু’পক্ষের মধ্যে প্রথম কোনো লিখিত সমঝোতা চুক্তি। যৌথ বিবৃতিতে আরও বলা হয়, একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ তৈরি করা হবে। তারা শান্তিচুক্তির এজেন্ডা কী হবে, তার খসড়া তৈরি করবে। আফগান সরকার ও তালেবানের এ চুক্তিকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র ও পাকিস্তান।


























