আন্ত:সীমান্ত বাণিজ্য বাড়াতে দেশের স্থলবন্দরগুলোর সক্ষমতা বাড়ানোর তাগিদ

- আপডেট সময় : ০৮:১৩:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
আন্ত:সীমান্ত বাণিজ্য বাড়াতে দেশের স্থলবন্দরগুলোর সক্ষমতা বাড়ানোর তাগিদ দিয়েছেন দেশের শীর্ষ ব্যবসায়ীরা। সকালে ঢাকা চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রিজ আয়োজিত অনলাইনে সেমিনারে তারা এ তাগিদ দেন। এ সময় ভারতের সাথে বাণিজ্য বাড়াতে স্থলবন্দরগুলোর কার্যকারিতা বাড়ানোরও পরামর্শ দেন ব্যবসায়ী নেতারা।
ঢাকা চেম্বারের সভাপতি শামস মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে অংশ নিয়ে বিজিএমইএ সভাপতি ড. রুবানা হক বলেন, বাংলাদেশে পণ্য প্রবেশের ক্ষেত্রে বন্দরগুলোতে বেশী সময় লাগছে। এতে ব্যয় বাড়ার পাশাপাশি বাণিজ্য প্রসারেও বাধা তৈরি করছে। চট্টগাম বন্দরের সক্ষমতা বাড়লেও তা যথেষ্ট নয়। লজিস্টিক সহায়তা কম থাকায় পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে চট্টগ্রাম বন্দরের টার্মিনাল নির্মান কাজ দ্রুত শেষ করার অনুরোধ জানান বক্তরা। বিশ্ব প্রতিযোগিতায় এগিয়ে যেতে নতুন পণ্য উদ্ভাবনের উপর জোর দেন ব্যবসায়ী নেতারা।