আনার হত্যা: ঝিনাইদহ আওয়ামী লীগের সম্পাদক মিন্টু আটক
- আপডেট সময় : ০১:১৪:০৬ অপরাহ্ন, বুধবার, ১২ জুন ২০২৪
- / ২০১৬ বার পড়া হয়েছে
সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু ঢাকাতে আটক হয়েছেন এমন খবর ছড়িয়ে পড়ার পর জেলা শহরে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।
জেলা আওয়ামী লীগের কার্যালয়ে দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষ্যে সভা চলছিল গতকাল বিকেলে। সেই সময় খবর আসে সাইদুল করিম মিন্টু ঢাকায় আটক হয়েছেন। আটকের খবরে ছড়িয়ে পড়লে মিন্টু সর্মথকদের মাঝে তোলপাড় শুরু হয়। গ্রেফতার আতঙ্কে অনেকে গা ঢাকা দিয়েছেন। শহর জুড়ে আলোচনা সমালোচনার ঝড় উঠেছে। পুলিশ জানিয়েছে, যেকোনো পরিস্থিতি মোকাবিলায় পুলিশের বিভিন্ন ইউনিট প্রস্তুত আছে। ঝিনাইদহ সদর থানার ওসি শাহীন উদ্দীন বলেন, জেলা শহরে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। এদিকে..আটক জেলা আওয়ামী লীগ নেতা মিন্টুকে আজ আদালতে তোলার কথা রয়েছে। পরে, এমপি আনার হত্যায় তার সংশ্লিষ্টতার বিষয়ে বিস্তারিত জানতে রিমান্ড চাইবে পুলিশ।

























