আদালতের নির্দেশ উপেক্ষা করে কৃষকদের সেচ পাম্পে তালা

- আপডেট সময় : ০২:৩৬:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুলাই ২০২৪
- / ১৬৪৬ বার পড়া হয়েছে
আদালতের নির্দেশ উপেক্ষা করে কৃষকদের সেচ পাম্পে তালা ঝুলিয়ে দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এতে পানির অভাবে প্রায় এক হাজার বিঘা জমি অনাবাদী পড়ে আছে। ফলে ভরা মৌসুমেও আমনের আবাদ নিয়ে বিপাকে পড়েছেন কৃষক।
১৯৯২ সালে চুক্তির ভিত্তিতে নাটোরের বাগাতিপাড়া উপজেলার বাঁশবাড়িয়া হালকা সেচ প্রকল্প পরিচালনার জন্য স্বনির্ভর কৃষক সমিতির কাছে দায়িত্ব হস্তান্তর করে পানি উন্নয়ন বোর্ড। এরপর থেকে এই সমিতি সেচ কার্যক্রম পরিচালনা করে আসছিল। সম্প্রতি নানা অজুহাতে পানি উন্নয়ন বোর্ড পানির দাম বাড়ানো উদ্যোগ নিলে সমিতির সদস্যরা বিভক্ত হয়ে পড়েন। এঘটনায় কমিটি ভেঙে দাম বাড়ানোর পক্ষের কৃষকদের নিয়ে এক তরফা নতুন কমিটি গঠন করে পাউবো। তবে পাউবোর এমন হঠকারীকাণ্ডকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন আগের সভাপতি।
এই পরিস্থিতিতে আদালতের নির্দেশনা উপেক্ষা পাম্পহাউজের কন্টোলরুমে তালা ঝুলিয়ে দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। ফলে ভরা মওসুমেও আমনের আবাদ করতে না পারায় বিপাকে পড়েছেন চাষীরা। যদিও পানি উন্নয়ন বোর্ড বলছে, নিরাপত্তার স্বার্থে পাম্পহাউজের কন্ট্রোলরুমে তালা দেয়া হয়েছে। তবে সেচ মওসুমে যাতে কৃষকরা ক্ষতিগ্রস্ত না হন, সে বিষয়েও চেষ্টা চলছে বলে জানান পাউবোর এই কর্মকর্তা। ১৯৬৩ সালে বাগাতিপাড়ায় এই সেচ কার্যক্রম শুরু হয়। এরফলে প্রায় আড়াই হাজার একর জমি সেচের আওতায় আসে।