আদালতে স্বাক্ষী দিয়েছেন নোয়াখালীর বেগমগঞ্জের নির্যাতিতা নারী

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:১৭:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অগাস্ট ২০২১
- / ১৫৭৬ বার পড়া হয়েছে
নোয়াখালীর বেগমগঞ্জের একলাশপুরে আলোচিত বিবস্ত্র করে নারীকে নির্যাতনের ঘটনার মামলায় আদালতে সাক্ষী দিয়েছে নির্যাতিতা নারী ও মামলার বাদী।
সকালে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক জয়নাল আবেদিন এর আদালতে স্বাক্ষী দেন তিনি। আদালত সূত্রে জানা যায়, ২০২০ সালের ৪ অক্টোবর রাতে ওই নারী বাদী হয়ে বেগমগঞ্জ থানায় ১৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এ পর্যন্ত আইন-শৃঙ্খলা বাহিনী ৯ জনকে গ্রেপ্তার করে। অপর চারজন এখনও পলাতক রয়েছে। মামলাটি শুরু থেকে পিআইবি তদন্ত করে আসছে। ইতোমধ্যে ১৩ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে পিআইবি। অভিযোপত্র দাখিলের পর এই প্রথম সাক্ষী গ্রহণ শুরু হয়। এর মধ্য দিয়ে পূর্ণাঙ্গভাবে মামলার বিচার কার্য শুরু হয়।