আজ মিনা দিবস

- আপডেট সময় : ০১:৫১:১৫ অপরাহ্ন, শনিবার, ২৪ সেপ্টেম্বর ২০২২
- / ২৩১৭ বার পড়া হয়েছে
আজ মিনা দিবস। ইউনিসেফের সহায়তায় ১৯৯৮ সাল থেকে প্রতিবছর ২৪ সেপ্টেম্বর পালিত হয় দিবসটি। লক্ষ্য শিশুদের অধিকার রক্ষায় সচেতনতা তৈরি। এ বছর মিনা দিবসের প্রতিপাদ্য ‘নিরাপদ ও আনন্দময় পরিবেশে মানসম্মত শিক্ষা’। দিবসটি উপলক্ষে ইউনিসেফের বাংলাদেশ প্রতিনিধি শেলডন ইয়েট বলেন, সুযোগ পেলে নারীরা সবকিছু করতে পারে, তার উজ্জ্বল দৃষ্টান্ত বাংলাদেশ।
মীনা একটি উচ্ছ্বল, প্রাণবন্ত ও সাহসী মেয়ের নাম। মীনা কার্টুন চরিত্রে মীনার বয়স নয় বছর। এই কার্টুন এর আরও দুটি চরিত্রের নাম মিনার ভাই রাজু আর পোষা পাখি মিঠু।
দৃশ্যটি মিরপুর প্রাইমারি টিচার্স ইন্সটিটিউটে আয়োজিত মিনা দিবসের।
৬টি স্টলের মাধ্যমে লিঙ্গ বৈষম্য রোধ, শিক্ষা, স্বাস্থ্য সচতেনতা ও শিশু নিরাপত্তার গুরুত্ব নিয়ে মিনা কার্টুনের গল্পগুলো ফুটিয়ে তুলেছে শিক্ষার্থীরা।
স্টলেই দেখা হয় কার্টুনের প্রতিকি চরিত্র মিনা, রাজু ও মিঠুর সঙ্গে।
শুধু ছোটরা নয়, বড়রাও দিবসটি থেকে শিক্ষা নিতে পারেন বলে মনে করেন অভিবাবক ও শিক্ষকরা।
এবারের প্রতিপাদ্য নিরাপদ ও মানসম্মত পরিবেশে আনন্দময় শিক্ষা। বিষয় নির্বাচন প্রসঙ্গে কথা বলেন ইউনিসেফ প্রতিনিধি।
শিক্ষকরা বলেন, অভিবাবকদের উচিত শিশুদের আগ্রহের বিষয়ে গুরুত্ব দেয়া।