আজ থেকে ৬৫ দিন সাগরে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৫০:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মে ২০২১
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
আজ মধ্যরাত থেকে টানা ৬৫ দিন সাগরে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা শুরু। এ সিদ্ধান্ত মেনে চলতে হবে ২৩ জুলাই পর্যন্ত।
সাগরে মাছের প্রজনন ও সংরক্ষণে মৎস্য আহরণে এ নিষেধাজ্ঞা আরোপ করেছে মৎস্য বিভাগ। ইতোমধ্যে বৃহৎ মৎস্য বন্দর মহিপুরের শিববাড়িয়া নদী পোতাশ্রয়ে আশ্রয় নিয়েছে হাজারের বেশী মাছ ধরা ট্রলার। এমন সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছে জেলেসহ ব্যবসায়ীরা। তবে নিষিদ্ধকালীন সময়ে ভারতীয় জেলেদের আগ্রাসন বন্ধ এবং খাদ্য সহায়তা বাড়ানোর দাবী জানিয়েছেন তারা। জেলেসহ ব্যবসায়ীদের সকল দাবি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে, জানালেন মৎস্য কর্মকর্তা।