আজ থেকে শুরু হলো পবিত্র মাহে রমজান
এস. এ টিভি
- আপডেট সময় : ১০:৩৬:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১৪ এপ্রিল ২০২১
- / ১৬৫৯ বার পড়া হয়েছে
আজ থেকে শুরু পবিত্র রমজান মাস। একমাস সিয়াম সাধনায় দিন পার করবেন বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানরা। আকাশে চাঁদ দেখে মঙ্গলবার সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে এ কথা জানান ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, রমজানের চাঁদ দেখা যাওয়ায় মঙ্গলবার রাতে সেহরি খেয়ে বুধবার রোজা রাখবেন ধর্মপ্রাণ মুসল্লিরা। করোনা পরিস্থিতি মোকাবিলায় পবিত্র রমজানে তারাবির নামাজে ইমাম, মুয়াজ্জিন, খাদেমসহ ২০ জন মুসল্লি অংশ নিতে পারবেন। এদিকে মঙ্গলবার রাতের এশার নামাজের পর তারাবির নামাজ শুরু হয়। এ উপলক্ষে জাতীয় মসজিদ বায়তুল মোকারকমসহ বিভিন্ন মসজিদে তারাবি নামাজ আদায় করেন মুসল্লিরা।
























