আগামীকাল শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্ট খেলবে টাইগাররা

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১৬:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ এপ্রিল ২০২১
- / ১৫৪১ বার পড়া হয়েছে
শ্রীলংকায় দুই টেস্টের ভেন্যু- ক্যান্ডিতে এখন বাংলাদেশ দল। সোমবার কলম্বো থেকে ম্যাচভেন্যুতে যান ক্রিকেটারসহ বহরের সবাই। কাল শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্ট খেলবে টাইগাররা।
নিজেদের মধ্যে দু’দিনের প্রস্তুতি ম্যাচ শেষ করে ক্যান্ডিতে গেলেন তামিম-মুশফিকরা। এবার আসল পরীক্ষায় নামার অপেক্ষায় সফরকারীরা। এর আগে, কলম্বো পৌঁছে তিন দিনের কোয়ারেন্টাইনে ছিলো বাংলাদেশ দল। এরপর সেখানে দুই ভাগে ভাগ হয়ে গ্রুপভিত্তিক অনুশীলন করেন ক্রিকেটাররা। ২১ এপ্রিল শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ২৯ এপ্রিল। শ্রীলংকার বিপক্ষে এখন পর্যন্ত ১৩ টেস্টের ১১টিতেই হেরেছে বাংলাদেশ। লঙ্কার মাটিতে এবার ঘুরে দাঁড়াতে মরিয়া মমিনুলের দল।